যশোর অফিস : কেশবপুরের ভোগতী নরেন্দ্রপুর গ্রামের মরহুম শামছুর রহমানের বাড়ির চুরির ঘটনায় আটক সেলিম হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে বর্ণলী রাণী রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সেলিম হোসেন ভোগতি নরেন্দ্রপুর গ্রামের শওকত হোসেনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মরহুম শামছুর রহমানের স্ত্রী নাছিমা খানম একই বাড়িতে থাকেন। গত ১৯ ফেব্রুয়ারি সকালে তিনি বাজার করে যান ঘরে তালা দিয়ে। সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন পিছনের জানালার গ্রিলকাটা এবং ঘরের মালামাল এলোমেলো পড়ে আছে। এরমধ্যে চোরের ৭ ভরি সোনার গহনা ও নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় নাছিমা খানম অপরিচিত ব্যক্তিদের আসামি করে কেশবপুর থানায় মামলা করেন। চুরির সাথে জড়িত সন্দেহে সেলিম হোসেনকে আটক ও ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।