যশোর অফিস : বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলের পর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এর যশোর জেলা শাখার সভাপতি ডাক্তার এ কে এম কামরুল ইসলাম বেনু, স্বাচিপ যশোর জেলা শাখার আহ্বায়ক ডাক্তার এম এ বাশার, কেন্দ্রীয় স্বাচিপের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ প্রমুখ। সঞ্চালনা করেন স্বাচিপ যশোরের সদস্য সচিব ডাক্তার গোলাম মোর্তুজা। মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাসপাতালের চিকিৎসক, নার্সেস অ্যাসোসিয়েশেন নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।