যশোর প্রতিনিধি : যশোরে অসচ্ছল ব্যক্তিদের মাঝে ” হাসিমুখ সমাজ কল্যাণ “এর সহযোগীতায় চারটি পরিবারকে সাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে যশোর সদর উপজেলার পরিষদের সামনে ছাগল বিতরণ করা হয়।ছাগল বিতরণ করেন “হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার” সভাপতি মিলন হোসেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক টিপু গাজী, প্রচার সম্পাদক শরীফ হোসেন প্রমূখ । আসছে আগামী ২৭ রমজান সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হবে।