
যশোর প্রতিনিধি : যশোরে ১৪ মামলার আসামি সন্ত্রাসী জুম্মান হত্যা মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রাকিব ওরফে ভাইপো রাকিব সোমবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ত্রাসী ভাইপো রাকিব শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার কাজী তৌহিদের ছেলে।
গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর রেল স্টেশন এলাকায় সন্ত্রাসীরা ছুরিকাঘাত ও ধারালো ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যার করে জুম্মান হোসেনকে। এ ঘটনায় নিহতেরভাই মামুন হোসেন ১৩ জনের বিরুদ্ধে খুলনা রেলওয়ে থানায় মামলা করেন। ভাইপো রাকিব ওই মামলার এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, রাকিবের আত্মসমর্পণের বিষয়টি তিনি জেনেছেন। দ্রুতই আদালতে রাকিবের সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হবে।