
জন্মভূমি ডেস্ক : বরগুনার পাথরঘাটায় যুদ্ধাপরাধের অভিযোগে ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৪)। সোমবার ভোরের দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। উপজেলার তালুক চরদুয়ানীর এলাকার মিজানুর রহমান আবু এর মামলায় তিন জনকে আটক করা হয়ছে।
আটককৃতরা হলো, চরদুয়ানী ইউনিয়নের ছয়েরাবাদ এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে মো. ইউসুফ আলী (৭৫),মৃত নাদের আলী খানের ছেলে ফজলুল হক খান (৭০) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের ছোটটেংড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৬৯)। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০১৭ সালের ২২ মে রবিবার বরগুনার পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, ভাই আবদুর রাজ্জাক, বোন জামাতা হযরত আলীসহ চার থেকে পাঁচজন অজ্ঞাত খাকি পোশাকধারী (পাকবাহীনী) ও পাঁচ থেকে সাতজন অজ্ঞাত সাদা পোশাকধারীকে আসামি করে মামলা কর হয়। মামলা নম্বর সিআর-১২২/২০১৭। আটকদের মধ্যে আব্দুর রাজ্জাকের নাম মামলায় উল্লেখ থাকলেও ফজলুল হক খান ও ইউসুফ আলীর নাম ছিল না।