জন্মভূমি ডেস্ক : ঢাকায় চলমান যুব সমাবেশে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জয়পুরহাট সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন (৩৮)।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে কমলাপুর রেলস্টেশনে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দুপুর ২টা থেকে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই যুব সমাবেশ শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন।