
ক্রীড়া প্রতিবেদক : ইউরোপ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি দিয়েছেন সৌদি আরবে। অপরদিকে মেসি গিয়েছেন যুক্তরাষ্ট্রে। তারপরও আলোচনাতেই থাকছেন বর্তমান ফুটবল বিশ্বের এই দুই কিংবদন্তি। গত বছর কাতারে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছেন মেসি। জীবনকে উপভোগ করতে এখন ইউরোপের জায়ান্ট ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।
এদিকে ইউরোপে আধিপত্য করা শেষে নতুন চ্যালেঞ্জ নিতে নিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন রোনালদো। ফুটবলের প্রাণকেন্দ্র ইউরোপ ছেড়ে যাওয়ার পরও লাইমলাইট হারাননি তারা। এবার রোনালদকে ছাপিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বারপ্রান্তে মেসি।
ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর এখন পর্যন্ত লা পুলগা খেলছেন ৫ ম্যাচ। যেখানে গোল করেছেন ৮টি, সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্টও। ফলে আমেরিকার ক্লাবটির জার্সিতে সর্বশেষ ম্যাচসহ এখন অবধি মেসির ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৮১৫টি।
অপরদিকে মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। গোলের প্রতিযোগিতায় বর্তমান ফুটবলারদের কেউ এই দুজনের ধারে-কাছেও নেই। বর্তমান ফুটবলারদের মধ্যে পেশাদার ফুটবলে মেসি ও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভানডভস্কি। যদিও গোল ব্যবধানে তারকা দুই ফুটবলার থেকে অনেকগুণ পিছিয়ে আছেন তিনি। ৬০০ গোল করা লেভা মেসির সঙ্গে ২১৫ গোল ও রোনালদোর সঙ্গে ২৪২ ব্যবধানে পিছিয়ে।
পরিসংখ্যান বলছে, আপাতত ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোর দখলে। প্রীতি ম্যাচ বাদে পেশাদার ফুটবলে গতকাল রাতের ম্যাচটির আগ পর্যন্ত ৮৪২ গোল করেছেন তিনি। অন্যদিকে, পিছিয়ে নেই মেসিও ৮১৫ গোল করা এই তারকা রোনালদোর চেয়ে ২৭ গোলে পিছিয়ে। অর্থাৎ, আর ২৭ গোল করলেই রোনালদোকে পেছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন বিশ্বকাপজয়ী মেসি।