বিজ্ঞপ্তি : পাইকগাছা উপজেলাধীন রাড়ুলী ইউনিয়ন এর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল মজিদ সরদারের সভাপতিত্বে ও হাফেজ মোঃ খালিদ সাইফুল্লাহের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ বেলাল হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম, মোহাঃ জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম প্রমুখ নেতৃবৃন্দ।
দাওয়াতি সভায় রাড়ুলী ইউনিয়নের ৭, ৮, ও ৯নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন করা হয়। মোঃ আজহারুল ইসলামকে সভাপতি এবং আজিজুল ইসলামকে সেক্রেটারি করে ৭নং ওয়ার্ড এবং মোঃ জমিরুল ইসলামকে সভাপতি এবং মোঃ মহফুজকে সেক্রেটারি করে ৮নং ওয়ার্ড এবং মোঃ -মনিরুজ্জামানকে সভাপতি এবং মোঃ আঃ রাজ্জাককে সেক্রেটারি করে ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।