বাগেরহাট অফিস : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অবস্থায় এফজিডি (এ্যাশ ক্লিয়ারেন্স প্লান্ট) থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ২৮ মিটার উপরের প্লাটফর্মে কাজ করা অবস্থায় অবসাবধানতা বসত পড়ে গিয়ে গুরুতর আহত হয় ব্রিজেশ কুমার ভার্মা। পরে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ব্রিজেশ কুমার ভার্মা ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদ জেলার হারদাই লালপুর এলাকার রাম প্রতাপ ভার্মার ছেলে। সে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, অসাবধনতা বসত পা পিছলে পড়ে গিয়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।