রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট ২ আসনের এমপি শেখ তন্ময় এর পক্ষে চন্ডীতলা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় স্কুল অডিটরিয়মে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাশঁতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, মেহেদী হাসান রাজু, শেখ সাদী, ইউপি সদস্য ইমরান হোসেন, শিকদার জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।