
রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল ও মন্দিরের তালা ভেঙে মালামাল লুট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রামপাল সদর ইউনিয়নের ভাগা বেটকাটা গ্রামে সকালে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী বিল্ল রঞ্জন মন্ডল রামপাল থানায় অভিযোগ দায়ের করেছেন।
রামপাল থানায় দায়ের করা অভিযোগ এবং ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত অনন্ত মন্ডলের পুত্র ভীম মন্ডল এবং উত্তম মন্ডল দীর্ঘদিন ধরে তার জায়গা দখল করার ষড়যন্ত্র করছিল। ঘটনার দিন সে বাড়িতে না থাকার সুবাদে হঠাৎ করেই তারা বাড়িতে প্রবেশ করে। এরপর জোরপূর্বক বেড়া দিয়ে জমির মধ্যে সাইনবোর্ড লাগায়। একই সময় বাড়ির মধ্যে থাকা দুটি মন্দিরের দরজার তালা ভেঙে লুটপাট চালায়। এ সময় তার প্রতিবেশীরা তাকে খবর দিলে তিনি দ্রুত পুলিশের জরুরী সেবায় কল করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।