রামপাল প্রতিনিধি : বাগেরহাটের রামপালে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সহযোগিতায় বুধবার সকাল ১০টায় উপজেলার চাকশ্রী বাজারে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মোসা: আজিজা সুলতানা রিনি ও খুলনা জেলা ছাত্রলীগের সদস্য শেখ মহিদুল ইসলাম রনি উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। জানা গেছে, এ সময় জেলা পরিষদ চেয়ারম্যানের উপহার দেওয়া প্রায় অর্ধশতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।