
ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং নির্ধারিত সাধারণ ছুটি উপেক্ষা করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে খুলনা ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারের পক্ষ থেকে বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালার নির্দেশে সকল কর্মকর্তা-কর্মচারী নিয়মিত অফিস করেছেন। এ বিষয়ে শুনতে চাইলে একাত্তর টেলিভিশনের সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়।
বুধবার সকাল ১১টার দিকে খুলনা ওয়াসা ভবনে গিয়ে দেখা যায়, অন্যান্য কর্মদিবসের মতোই কাজ চলছে। সাধারণ ছুটির দিনে সরকারি নির্দেশনা অমান্য করে কেন অফিস খোলা রাখা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ডিএমডি ঝুমুর বালা কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিকদের বলেন, “কিছু পেন্ডিং কাজ ছিল, তাই কাজ করছি।”
তবে সাধারণ ছুটির দিনে জরুরি সেবা ব্যতিরেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ রাখার সুষ্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কেন বিপুল সংখ্যক জনবল নিয়ে অফিস পরিচালনা করা হলো, সে বিষয়ে তিনি কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি। উল্টো একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো রিপোর্টার রাজু আহম্মেদকে অবরুদ্ধ করে রাখা হয় বেশ কিছু সময়। পরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সাংবাদিকদের দেখে খুলনা ওয়াসার ডিএমডি ঝুমুর বালা গাড়িতে করে পালিয়ে গেলেও অন্য কর্মকর্তাদের সাক্ষাত পাওয়া যায়নি। তারা প্রধান গেট বন্ধ করে দীর্ঘ সময় অবস্থান করে ওয়াসা ভবনে।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক কর্মচারী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নির্দেশেই তারা আজ কাজে যোগ দিয়েছেন। রাষ্ট্রীয় শোকের দিনে সরকারি আদেশ অমান্য করে এভাবে অফিস খোলা রাখায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
দেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে আজকের দিনটি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

