
বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরুর একক স্বাক্ষরে সকল অবৈধ আহ্বায়ক কমিটিগুলো বিলুপ্ত ও পূর্বের কমিটিগুলো বহাল রাখায় রূপসা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় পূর্বরূপসা ব্যাংক মোড় থেকে এক আনন্দ মিছিল বের হয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলার আহ্বায়ক শেখ আব্দুস সাত্তার। সম্মানীত অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ বোরহান হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, আবু তাহের। মোঃ হায়দার আলী খানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বাবুল শেখ, মোঃ রহমান, শাফায়াত, সিদ্দিক, মাসুদ, আনোয়ার হোসেন, রমজান শেখ, মোঃ আজাদ, অহিদুল, রুমি, জাফরিনা, কেয়া প্রমুখ।