
রূপসা প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর আলোচনা ও দোয়া মাহফিল এর মাধ্যমে রূপসা প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বাদ আসর ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলীর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সহ-সভাপতি খান মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, ক্লাবের সদস্য হোসাইন আহমেদ, আবু হারুনার রশিদ, আখতার খান, বিএম শহিদুল ইসলাম, নাঈমুজ্জামান শরীফ ও রেজাউল ইসলাম তুরান।