
রূপসা প্রতিনিধি : রূপসায় সোমবার বেলা ১১টায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকি, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, রূপসা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সোনার মানুষের প্রয়োজন। আপনারা বিশ্বের শ্রেষ্ঠ রাস্ট নায়ক শেখ হাসিনা সরকারের কর্মকর্তা। আপনাদের সোনার বাংলা গড়ার দায়ীত্ব নিতে হবে। তিনি আরো বলেন, আজ মাদকের করাল আঘাতে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আপনাদের মাদক মুক্ত সমাজ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে সমাজ গড়ার অগ্রসেনানী হিসেবে কাজ করতে হবে। তাছাড়া নাগরিক সেবা নিশ্চিত করে অনুকরণীয় উপজেলা গড়ার দৃঢ় মানষিকতা থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, বাপি কুমার দাস, আইরিন পারভিন, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, আমিনুল ইসলাম, মোঃ রাসেল, জেসিয়া জামান, এম এ হালিম, ফ,ম আঃ সালাম, আইচগাতী ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার, টিএসবি ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, আব্দুর মজিদ ফকির, মোর্শেদুল আলম বাবু, রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুর জব্বার শিবলী প্রমুখ।