
জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা আব্দুল বাছেদ বিকুল (৩০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে। রোববার ভোর রাত সাড়ে ১২ টা থেকে একটার মধ্যে আততায়ীরা কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে জেলা ও নগরীর কয়েকটি থানায় হত্যা, অস্ত্র আইনেসহ বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে ৭/৮ টি মামলা রয়েছে বলে তাৎক্ষনিকভাবে পুলিশ তথ্য পেয়েছে।
পুলিশ জানায়, গুরুতর জখম হওয়া যুবককে স্থানীয় কয়েকজন উদ্ধার কর খুলনা মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে কি জব্দ করা হয়েছে? এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানা পুলিশের কাছ থেকে এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
লাশের সুরতহাল কাজ সম্পাদনকারী সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক উত্তম কুমার দে দৈনিক জন্মভূমিকে বলেন, মরদেহের মাথায় তিনটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে। বুকের বামপাশে আরেকটি। গলায় একটি কাটা দাগ রয়েছে। লাশ ময়না তদন্তের কার্যক্রম চলছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর দৈনিক জন্মভূমিকে বলেন, ঘাতকেরা কারা? তাদের অবস্থান কোথায়? কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে? নিহত একাধিক মামলার আসামি বিকুল কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য? এসব প্রশ্নের উত্তর জেনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

