রূপসা প্রতিনিধি: রূপসায় মোঃ মিঠু শেখ নামে এক রং মিস্ত্রিকে মোবাইল ফোনে ভুয়া পরিচয় দিয়ে ডেকে এনে নগদ অর্থ ও মোটরসাইকেল কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে গত ১৭ ই জানুয়ারি রূপসা ব্যাংক চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী মিঠু ও তার সংগঠন ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। মোঃ মিঠু শেখ (৩৪) এর পিতার নাম মোঃ সেলিম শেখ। তার বাড়ি সাং- জারিয়া মাইঠ কোমরা, থানাঃ- ফকিরহাট, জেলাঃ- বাগেরহাট । ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিবাদী মোঃ ইব্রাহিম হোসেন (৪২), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং রামনগর, থানাঃ- রূপসা, জেলাঃ খুলনা গত ইং১৬/০১/২০২৪ তারিখ অনুমান রাত ০৯:০৫ ঘটিকার সময় ফোন দিয়ে বলে আগামিকাল তার বাড়িতে রং এর কাজ করার জন্য। মিঠু শেখ জানায়, বিবাদী মোঃ ইব্রাহিম হোসেনের কথা অনুযায়ী আমি ও আমার সহকর্মী মোঃ এনামুল শেখ (৪৪), পিতা- মোঃ ওসমান আলী শেখ, সাং- রামনগর, থানাঃ- রূপসা, জেলাঃ খুলনা গত ইং১৭/০১/২০২৪ তারিখ অনুমান সকাল ১১:০০ ঘটিকার সময় রূপসায় পৌছায়। এরপর বিবাদীকে ফোন দিলে বিবাদী আমাকে রূপসা মাইক্রো ষ্ট্যান্ডে আসতে বলে। আমি বিবাদীর কথামতো মাইক্রোস্ট্যান্ডে পৌছানো মাত্র বিবাদী সহ অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে বিবাদী সহ অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি আমার নিকট থেকে আমার ব্যবহৃত মোটর সাইকেল যাহার রেজিঃ নং- খুলনা মেট্রো হ ১২৮২৪৪ এবং নগদ ৪৭,২৬০/-(সাতচল্লিশ হাজার দুইশত ষাট) টাকা জোর করে ছিনিয়ে নেয়। আমরা চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীসহ অজ্ঞাত কয়েকজন ব্যাক্তি আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবননাশের হুমকি ধামকি প্রদান করে দ্রুত আমার গাড়ি ও টাকা নিয়ে স্থান পরিত্যাগ করে। এ বিষয়ে গতকাল রাত আটটার দিকে রূপসা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেছি। পরবর্তীতে একটি নাম্বারে ফোন দিয়ে রূপসা বাস স্ট্যান্ড ফাঁড়ির সামনে থেকে আমার মোটর বাইকটি আমার কাছে দিয়ে দেয়। আমি এ বিষয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার পাওয়ার জন্য আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ( তদন্ত ) বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
রূপসায় নগদ অর্থ ও মোটরসাইকেল কেড়ে নেয়ার অভিযোগ
Leave a comment