
রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ কালিবাড়ী মন্দিরের সামনে মোঃ লিয়াকত দিদার নামে এক মৎস্য চাষীর গত ২৮ সেপ্টেম্বর রাত ১২.৩০ মিনিটের সময় কেবা কাহারা বিষাক্ত টেবলেট বা বিষ জাতীয় দ্রব্য প্রয়োগ করে প্রায় ১০/১২ মন মাছ মেরে ব্যবসায়ীর ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে তিনি রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগী সুত্রে জানাযায় লিয়াকত আলী দিদার উক্ত এলাকার নজরুল ইসলাম মীরের পুকুর লীজ নিয়ে দীর্ঘদিন যাবত ছারা পোনা মাছের ব্যবসা করে আসছিল। দুর্বৃত্তরা প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটোনায় মোঃ লিয়াকত আলী দিদার ব্যবসায়ীক পুজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। ধারনা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে এহনো বর্বরোচিত কাজ করেছে, এলাকাবাসী ও দিদারের পরিবার আইন শৃংখলা বাহিনীর প্রতি এহনো ঘৃণ্য কাজের কঠিন থেকে কঠিন তম শাস্তির দাবি জানিয়েছে।