জন্মভূমি ডেস্ক : খুলনা জেলার রূপসা উপজেলার আলাইপুর গ্রামের মৃত হাদিউজ্জামান শেখের পুত্র মোঃরফিক শেখ (২৯)ও তার মা আরিফা বেগম (৫৫) কে পূর্ব শত্রুতার জের ধরে, বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে ও পাওনা টাকা আদায় কে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা জানায়, ২৬ অক্টোবর দুপুর দুপুরে দিকে মোঃরফিক শেখ ও তার মা আরিফা বেগম তাদের নিজ বাড়িতে অবস্থান করতেছিল।
ওই সময় আরিফা বেগমের বড় মেয়ে হাসনা হেনা বেগম তার ভাই মোঃরফিককে কিছু টাকা ধার দেয় এবং ধার দেওয়ার সময় বলে যখন পারিস তখন দিয়ে দিস। কিন্তু এক মাসের মাথায় টাকার জন্য রফিককে চাপ দেয়।
ওই সময় ধার দেনা করে রফিক তিন ভাগের দুই ভাগ টাকা দিয়ে দেয় তখন স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশের মাধ্যমে বাকি টাকা ১০ মাসের ভেতর পরিশোধ করার কথা বলেন যা উভয় পক্ষ মেনে নেয়।
কিন্তু চার মাসের মাথায় রফিকের বড় বোন হাসনাহেনা বেগম গত ২৬ শে অক্টোবরে রফিকদের বাড়িতে আসে এবং টাকার চাপ দিতে থাকে তখন রফিক বলে সালিশের মাধ্যমে তো বলা হয়েছিল ১০ মাস পরে দেব এখন টাকা কোথা থেকে দেবো। তার বোন কোন কথা না শুনে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই এলাকার রফিকের ফুফাতো ভাই মোঃ ফারুক হোসেন, তার স্ত্রী কোহিনুর বেগম, মোঃমারুফ ও রফিকের বোন হাসনা হেনা একত্রে রফিককে ঘর হতে টেনে বের করে এলোপাথাড়ি ভাবে কিল ঘুসি লাঠি দিয়ে মারতে থাকে। এ সময় রফিকের মা আরিফা বেগম ঠেকাতে এলে তাকেও এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে রফিক তার মা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর রফিক ৯৯৯ফোন দিয়ে প্রশাসনের সাহায্য চাই।
একপর্যায়ে রূপসা থানা থেকে পুলিশ এসে উভয়কে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। উভয় এখন চিকিৎসাধীন আছেন।
রফিক বলেন, তার ফুফাতো ভাইয়েরা তাদের বসত বাড়ি থেকে চলে যাবার জন্য অনেকবার প্রাণ নাশের হুমকি দিয়ে আসতেছে। এই সুযোগে রফিক ও তার মাকে প্রাণনাশের উদ্দেশ্যে মারপিট করে। এ ব্যাপারে আহত রফিক রূপসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।