রূপসা(খুলনা)প্রতিনিধি : রূপসায় যুবতীকে ধর্ষণের ঘটনায় ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন যুবতীর মাতা। পুলিশ ধর্ষক রাতুল নামে এক যুবককে গ্রেফতার করেছে।
আসামীরা হলেন, রাতুল মাঝি, শুকুর আলী,রতন ও মহাসিন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহেরচর এলাকার রবিউল ইসলাম পরিবার নিয়ে রিকসা চালিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে। গত ১৩মার্চ সন্ধ্যার পর পাশের বাড়িতে তারাবী নামাজ পড়তে যাবার পথে মাছের ঘেরের পাশে পৌছালে রাতুলসহ অন্যরা যুবতীর মুখ চেপে ধরে জাকির এর কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।
বাড়িতে এসে ঘটনার বিষয়টি যুবতী তার পরিবারকে জানায়। তারা আইনগত ব্যবস্থা নিতে চাইলে আসামী মহাসিন মামলা না করার জন্য হুমকি প্রদান করে বলে এজাহারে উল্লেখ করেছেন। মামলা নং-১৩, তাং–১৫/৩/২৫ইং।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তাএস আই নকিব ইকবাল জানান, রাতুলকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।