জন্মভূমি রিপোর্ট : নগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন লবণচরা থানার হাজী আব্দুল মালেক সড়কের মৃত: বাদল শেখের পুত্র মোঃ সুমন শেখ (২৩), জিন্নাপাড়া চুমকি সড়কের মোঃ রবিউল মোল্লার পুত্র মোঃ মুরাদ মোল্লা (২৩), ছোট বান্দা রহমানিয়া গলির মৃত: শাহজাহান বেপারীর পুত্র মোঃ রবিউল ইসলাম (২৩), মোহাম্মদনগর মেম্বার সড়কের এসহাক ফরাজীর পুত্র রুহুল আমীন (৪২), সাচিবুনিয়া স্কুলভিটার আব্দুল আজিজের পুত্র রাকিব মুল্লা (২৯) এবং কয়রা থানার ভাগবা কাঠালতলা বাজারের সিদ্দিক গাজীর পুত্র তৈয়েবুর গাজী (২০)।
কএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় ৬ জন অনলাইন জুয়াড়িকে নগরীর লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা রুজু করা হয়েছে।