
জন্মভূমি রিপোর্ট : লবণচরা এলাকার চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, বহু মামলার আসামি ও একাধিক বিবাহের জনক মোঃ নাজিম শেখ গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার লবনচরাধীন তার নিজ বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়।
মামলার বাদী মোঃ নাসির জানান, গত ২০ মার্চ তার নিজের জমি থেকে গরু তাড়াতে গেলে নাজিম বাধা দেয়। এসময় নাসির, তার স্ত্রী ও ছেলেকে বেদম মারপিট করে। নাজিমের হাতুড়ির আঘাতে নাসির শেখের পিঠের একটি হাড় ভেঙে যায়। এ ঘটনায় নাসির শেখ চিকিৎসা শেষে গত ২ এপ্রিল আদালতে মামলা করেন। বাদী নাসির শেখ বলেন, নাজিম এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার আশ্রয়ে লবনচরা এলাকায় অন্তত শতাধিক বখাটে তৈরি হয়েছে। এলাকার ৩২জনকে উচ্ছেদ করে সেখানে নিজের বাড়ি তৈরি করেছে। তার গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছে লোকজন। এসব অপকর্মের বিচার দাবি করেন তিনি।
এ ঘটনায় লবনচরা থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম বলেন-তার বিরুদ্ধে সিআর মামলা ছিলো। সেই মামলায় ওয়ারেন্ট ইস্যু হলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মো: নাজিম শেখের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন এলাকাবাসীসহ আলোকিত ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ শেখ আব্দুল্লাহ।