সাতক্ষীরা প্রতিনিধি : লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় পৃথক অভিযানে ৪টি ক্লিনিক সীলগালা করা হয়েছে। একই সাথে ২টি ক্লিনিককে ১০ হাজার টাকা জমিরানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানজানা ক্লিনিক, আস্থা ক্লিনিকে এবং পপুলার ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, সানজানা ক্লিনিক এবং আস্থা ক্লিনিকের লাইসেন্স না থাকায় ক্লিনিক তিনটি সীলগালা করা হয়। এছাড়া মেডিনোভা এবং সানাজানা ক্লিনিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়। অভিযানে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফারহাদ জামিল, সহকারী কমিশনার (ভূমি) সদর সুমনা আইরিন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের উক্ত ৩টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে তাদের লাইসেন্স না থাকায় সীলগালা এবং জরিমানা করা হয়েছে। তবে এ অভিযানের সময় আস্থা ক্লিনিকে কাউকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।