লোহাগড়া প্রতিনিধি : শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত অবরোধ সমর্থনে নড়াইল জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক আহাদুজ্জামান বাটুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া যুবদলের উদ্যোগে বুধবার সকাল ৭টায় ঢাকা-যশোর মহাসড়কের কালনা মধুমতি সেতু এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সদস্য নাজমুল হুদা, নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকরামুল মোল্লা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের বিপ্লবী আহবায়ক ফরহাদ ইসলামসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।