
লোহাগড়া প্রতিনিধি : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহযোগিতা করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বুয়েটে প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ।
গত রোববার, সোমবার ও মঙ্গলবার তিনদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ এম আব্দুল্লাহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার অংশ হিসেবে নড়াইলের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এছাড়া তিনি প্রত্যেক পূজা মন্ডপে উপহার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করেন।
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ এম আব্দুল্লাহের সাথে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মোঃ মোশাররফ হোসেন মোল্যা, মুন্সি শরিফুল ইসলাম, হাসান বিশ্বাস, মোজাম খানসহ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
এদিকে নড়াইলের লোহাগড়া পৌর এলাকার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি এস এম আসিফুর রহমান বাপ্পী। মঙ্গলবার বিজয় দশমীর দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এস এম আসিফুর রহমান বাপ্পী দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে লোহাগড়া পৌরএলাকার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি প্রত্যেক পূজা মন্ডপে উপহার হিসেবে অর্থ প্রদান করেন।