লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন উপাসনালয় লক্ষীপাশাস্থ শ্রী-শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে চুরির ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়ের করা হলেও মন্দির চুরির ঘটনায় কোন ক্লু উদ্ধার করতে পারে নাই। এ নিয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ মে দিবাগত গভীর রাতে লক্ষীপাশাস্থ শ্রী-শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে এ চুরি সংঘটিত হয়। চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে কালিমায়ের অঙ্গে থাকা ৪টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল, ১টি টিকলি, ১টি লকেট যার একত্রে ওজন ৩ ভরি এবং যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। এ ছাড়া চোরেরা প্রায় ৪শ’ বছরের প্রাচীন কষ্টি পাথরের ৩টি নারায়ন শীলা, ২টি শিবলিঙ্গ একটি শুবচুন্নী শীলা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার সকালে মন্দিরে আগত ভক্তবৃন্দ মন্দিরে গেটের তালা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
চুরির ঘটনায় শ্রী-শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রশাদ ভট্টাচার্য বাদী হয়ে গত শুক্রবার রাতে অজ্ঞাত চোরদের আসামি করে লোহাগড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই মোঃ আশিকুজ্জামান বলেন, মন্দির চুরির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শুরু হয়েছে এবং খুব সহসাই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।