
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার সকালে শুভ সংঘ লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার আব্দুল করিম প্রি-ক্যাডেট স্কুলের শিশুদের অংশগ্রহণে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হোসনেয়ারা মিলা। প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুঁইয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুর রহমান সাবু, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ বদরুল আলম টিটো, সাংবাদিক মোঃ রেজাউল করিম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের লোহাগাড়া প্রতিনিধি শিমুল হাসান, সিনিয়র শিক্ষক ঝর্ণা দাস, রোজী সুলতানা, মুক্তা খানম, সোহানা, নাজমা, কল্পনা। সাংবাদিক রইচ উদ্দিন টিপু, রাশেদ রাশু, শুভ সংঘের সদস্য কাজী আল মামুন প্রমুখ। চিত্রাঙ্কন শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।