নড়াইল : নড়াইলের লোহাগড়ায় দিনে দুপুরে দ্র্ধূর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নগদ ২লক্ষ ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গত মঙ্গলবার উপজেলার লক্ষীপাশা-মহাজন সড়কের কোলা নামক স্থানে এ ছিনতাই সংঘটিত হয়েছে। পুলিশ ও এলাকাবাসীবাসী সুত্রে জানা গেছে, ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অধীনস্থ মাগুরার মেসার্স আকরাম হোসেন এন্টারপ্রাইজের লোহাগড়ার বিক্রয় প্রতিনিধি বিপ্লব কুমার বিশ্বাস কোম্পানির সিগারেট বিক্রি শেষে দিঘলিয়া থেকে ভ্যান যোগে লক্ষীপাশায় ফিরছিলেন। এ সময় লক্ষীপাশা-মহাজন সড়কের কোলা নামক স্থানে পৌঁছালে কুমড়ি পশ্চিম পাড়ার শরিফুল মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২১), ছানোয়ার শিকদারের ছেলে আশিক শিকদার (২৪) ও রবিউল মোল্লার ছেলে মনিরুল ইসলাম মোল্লা মোটরসাইকেলে করে ওই বিক্রয় প্রতিনিধির ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে মারপিট করে তার কাছে থাকা সিগারেট বিক্রির ২লক্ষ ৭৭ হাজার টাকা, মানিব্যাগে থাকা ৫ হাজার টাকা, কোম্পানির একটি স্যামস্যাং ব্র্যান্ডের এ্যানড্রয়েড ফোন ও সিমফনি ব্র্যান্ডের একটি বাটন ফোন ছিনতাই করে নিয়ে যায়। আহত বিপ্লব কুমার বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বিপ্লব কুমার বিশ্বাস বাদী হয়ে বুধবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্যে অভিযান চলছে।