
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় মঙ্গলবার সকালে উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের এক অবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুয়েডবায়’র অর্থায়নে উদয়ন বাংলাদেশের আয়োজনে শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সকাল ১১টায় এসএসএফ গ্রুপ হোল্ডার, স্থানীয় সরকার প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মেঘলা জামান। তিনি প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া আরও বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, উদয়ন বাংলাদেশের প্রকল্পের হিসাব রক্ষক মোশারেফ হোসেন, প্রকল্পের উপকারভোগী শারমিন বেগম প্রমুখ।