শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলার লোকালয়ে উদ্ধার করা হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ চালিতাবুনিয়া গ্রাম থেকে টাইগার টীমের সদস্যরা হরিণটিকে উদ্ধার করে। এসময় অপর একটি হরিণ নদী সাতরে সুন্দরবনে চলে যায়।
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের টাইগার টীমের সদস্য শাহিন ফরাজী জানান, বুধবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিকটস্থ সুন্দরবন থেকে নদী সাতরে দুইটি হরিণ দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়ীর সামনে আসে। পথচারীরা হরিণ দেখতে পেয়ে ধাওয়া দিলে হরিণ শাহ আলমের পুকুরে ঝাপিয়ে পড়ে। খবর পেয়ে টাইগার টীমের সদস্যরা পুকুর থেকে হরিণটিকে উদ্ধার করে বগী ফরেষ্ট ষ্টেশন অফিসে নিয়ে যায়। রাত ১২ টার দিকে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। অপর হরিণটি মানুষের তাড়া খেয়ে নদী সাতরে সুন্দরবনে চলে যায় বলে শাহিন ফরাজী জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, লোকালয় থেকে টাইগার টীমের সদস্যদের সহায়তায় উদ্ধার করা হরিণটি বুধবার রাতেই বগী ফরেষ্ট অফিস সংলগ্ন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
শরণখোলায় উদ্ধার হরিণ সুন্দরবনে অবমুক্ত
Leave a comment