
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলায় মঙ্গলবার ক্লাশ বর্জন করে এমপিও ভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করেছে। এসময় তিন দফা দাবিতে উপজেলা শিক্ষক সমিতি উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা। সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা বলেন, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া বিএসসি। সহকারী অধ্যাপক আঃ মালেক রেজার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক আবুল কালাম,মোঃ বেলাল হোসেন,মাওলানা মনিরুজ্জামান, এটিএম কামাল হোসেন,আবিদুর রহমান, মোঃ আলআমিন,মোঃ নজরুল ইসলাম ও মাওলানা নুরুল আমীন প্রমূখ। এদিকে, শিক্ষকদের কর্ম বিরতির কারণে উপজেলায় এমপিও ভুক্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ফাঁকা ছিল। স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত হলেও কোন ক্লাস হয়নি। আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয়, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়, তাফালবাড়ী কলেজিয়েট স্কুলসহ কয়েকটি স্কুলে গিয়ে দেখা গেছে ছাত্র-ছাত্রীরা খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষকরা ক্লাশ বর্জন করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়েছেন।