
শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলা উপজেলার ৭৫নম্বর উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। সাপ্তাহিক ছুটির মধ্যে (শুক্রবার-শনিবার) এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে অফিস কক্ষে ঢুকে ফ্যান, পানির মটর পাম্পসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, রোববার সকাল ৯টায় বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ঢুকেই পেছনের জানালার লোহার গ্রিল কাটা এবং সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এর পরে খোঁজ নিয়ে দেখেন অফিসের সিলিং ফ্যান, পানির মোটর পাম্প এবং অফিসের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল নেই। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। দুদিনের সাপ্তাহিক ছুটির ফাঁকে এই ঘটনাটি ঘটেছে।
প্রধান শিক্ষক জানান, চুরির ঘটনায় থানায় মামলা করা হবে। কোনো নৈশপ্রহরী না থাকায় বিদ্যালয়েটি রাতে অরক্ষিত থাকে। যে কারণে চুরি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।