শরণখোলা আঞ্চলিক অফিস : শরণখোলা থেকে ঢাকা,খুলনা,চট্রগ্রাম যাতায়াতে পর্যাপ্ত বাস না চলায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তাই স্থানীয় জনতার ব্যানারে বাস চালুর দাবি নিয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় রায়েন্দা পাঁচরাস্তা এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে শরণখোলা উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমিন খান,মাসুদ হোসেন,আবুল বয়াতি,রবিউল ইসলামসহ অনেকেই বক্তব্য দেন। বক্তারা বলেন,৫ আগষ্টের আগে রায়েন্দা থেকে ঢাকা,খুলনা ও চট্রগ্রামে পর্যাপ্ত গাড়ি চলাচল করতো। কিন্তু বর্তমানে হাতে গোনা কয়েকটি গাড়ি চলায় চরম দুর্ভোগে পড়েছেন এখানকার যাত্রীরা। আর এই সংকট তৈরি করেছেন বাগেরহাট জেলা বাস মালিক সমিতি। তাই জেলা বাস মালিক সমিতির সেচ্ছাচারিতা,খামখেয়ালী ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে দ্রুত বাস চালুর দাবী এই বক্তাদের।