
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলসহ শার্শার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও ৪৮০ বোতল উইনসেরক্স নেশাজতীয় সিরাপ উদ্ধার হয়েছে। বেনাপোলসহ শার্শার কায়বা ও গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় নেশাজাতীয় মোট ৫৯৭ বোতল সিরাপ উদ্ধার করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোন চোরাচালানী আটক হয়নি।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার এক প্রেস ব্রিফিংয়ে জানায় সীমান্তে বিজিবির নিয়মিত টহল অনুযায়ী গোগা ও কায়বা থেকে দুই প্রকার নেশাজাতিয় সিরাপ মোট ৫৯৭ বোতল উদ্ধার করেছে। চোরাচালানিরা বিজিবির উপস্থিতী টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা জানায় সম্প্রতি গোগা কায়বা অগ্রভুলোট হরিষচন্দ্রপুর হয়ে প্রতিদিন নেশাজাতীয় মাদক ফেনসিডিল ও সিরাপ আসছে। এসব নেশাজাতিয় দ্রব্য ভারত থেকে চোরাচালানিরা নির্বিঘ্নে আনতে পারে।

