খানজাহান আলী থানা প্রতিনিধি : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শিরোমণি বাজার সম্মিলিত ব্যবসায়ীদের উদ্যোগে রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিরোমণি জমজম হোটেল সংলগ্নে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও শিরোমণি আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শেখ আবিদ হোসেন। শিরোমণি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শেখ ইকবাল হোসেন, বেগ আব্দুর রাজ্জাক রাজ, শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, খান মফিজুর রহমান, সৈয়দ কিসমত আলী, কাজী জাকারিয়া রিপন, সরদার আলী আহমদ, শেখ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, শেখ তরিকুল ইসলাম, মুফতি আব্দুর জব্বার, মাও. আতাউর রহমান, শেখ বদরউদ্দিন. শিরোমণি বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিল। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা হাফেজ আবুল বাশার।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শিরোমণি বাজার সম্মিলিত ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন।