বিজ্ঞপ্তি : শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রম উপস্থাপন ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, আজকের শিক্ষার্থীরা শেখ রাসেলের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে। তিনি বেঁচে থাকলে দেশের জন্য অবদান রাখতে পারতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা ও সাহসী নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি ও চক্রান্তকারীদের ঘৃণ্য চক্রান্তে শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের সদস্যদের সাথে নির্মমভাবে নিহত হন।
খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: মনিরুজ্জামান, জাতীয় বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আব্দুল হক, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর চাইনিজ, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল জব্বার ও শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর তাপস কান্তি সর্মাদ্দার। খুলনা সরকারি মহিলা কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুলনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দিবস উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি কলেজের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন, শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন ও কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।