
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দু’টি মামলার রায় আসামি ১৮ এপ্রিল। রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেছেন সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল।
এর আগে আজ বুধবার মামলা দু’টির যুক্তিতর্ক শেষ হয় ওই আদালতে। যুক্তিতর্ক উপস্থাপনকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৭ জন আসামিকে স্পেশাল ট্র্রাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলায় এড. আব্দুস সাত্তার নামের এক আসামি জামিনে মুক্ত রয়েছেন, নয়জন আসামি পলাতক রয়েছেন ও দুই জন মারা গেছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার আমিনুল ইসলাম, এড. শাহানারা আক্তার বকুল,এড. আব্দুল মজিদ প্রমুখ।
সাতক্ষীরা জজ আদালতের পিপি এড. আব্দুল লতিফ জানান, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনও শেষ হয়েছে। আসামি ১৮এপ্রিল মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন মামলার প্রধান আসামি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার কলারোয়ায় ছিলেন না। তিনি সেদিন ঢাকাতে ছিলেন। আমরা আশা করি,বিজ্ঞ আদালত এই বিষয়টি বিবেচনায় নিবেন।