ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ মানেই যেন বাংলাদেশের একক আধিপত্য। অন্তত গত ১৫ বছরের পরিসংখ্যান সে কথাই বলে। তবে এবার সিরিজ হারের শঙ্কায় স্বাগতিকরা। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও শেষ ম্যাচ জিতে সমতায় তা শেষ করতে চায় বাংলাদেশ। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে হেরেছে বাংলাদেশ। আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। যেখানে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচেই জিতলেন টস। জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে বাংলাদেশের ১৪৭তম ওয়ানডে ক্রিকেটার জাকির হাসান। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু চোটে ছিটকে যাওয়াতে সেই যাত্রায় আর সেটা হয়নি। অবশেষে নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে অভিষেক হলো তার।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।