শোকাবহ আগষ্টে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এবং প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের নির্দেশনায় এই কর্মসুচী গ্রহন করেছে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
কর্মসুচীর মধ্যে রয়েছে ১ আগষ্ট সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন। ৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও সাস্কৃতিক ব্যাক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে রান্না করা খাবার বিতরণ। সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহন। ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে রান্না করা খাবার বিতরণ। সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহন। ১১ আগষ্ট আওয়ামী লীগনেতা ও সাবেক মেয়র এস এম এ রবের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের সভা ও দোয়ায় অংশগ্রহন।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। দিনব্যাপী নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে কোরআন খতম, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার, বাদ যোহর প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠিত করা হবে।
এছাড়াও অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হবে। অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ প্রতিটি ওয়ার্ড ও থানা নেতৃবৃন্দ মহানগরের আহবায়ক ও যুগ্ম আহবায়কের সাথে কথা বলে পুরো আগষ্ট মাস জুরে আয়োজন করবে নির্দিষ্ট সময়ে।
এছাড়াও মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ১৭ আগষ্ট দেশব্যাপী বিএনপি জামায়াতের মদদপুষ্ট কথিত সন্ত্রাসী সংগঠন জেএমবি’র সিরিজ বোমা হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের স্মরণ সভা ও দোয়ায় অংশগ্রহন। ২১ আগষ্ট ২০০৪ সালের ২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মীদের স্মরনে সন্ধ্যা ৭টায় নগর আওয়ামী লীগের স্মরণ সভা ও দোয়ায় অংশগ্রহন। ২৪ আগষ্ট নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়ায় অংশগ্রহন। ২৫ আগষ্ট খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯টায় শামসুর রোডস্থ অকুস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বয়রায় কবর স্থান জিয়ারত ও মুন্সি বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহন। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়ায় অংশগ্রহন। উপরোক্ত কর্মসুচী সফলের লক্ষ্যে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দদের আহ্বান জানিয়েছেন তারা। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অংশগ্রহন করতে হবে।