
জন্মভূমি রিপোর্ট : বছর ঘুরে যে দিনটি জন্মভূমি পরিবারের কাছে সবচেয়ে শোকাবহ, বেদনার আর আপন হারানোর বেদনা নিয়ে আসে, সেটি ২৭ জুন। যে ব্যক্তি তাঁর জীবদ্দশায় অনেক চড়াই উতরাই পেরিয়ে জন্মভূমি প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন, সেই অকুতোভয় বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু। তিনি ২০০৪ সালের ২৭ জুন একদল হায়েনারূপী সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বোমায় শাহাদাৎবরণ করেন। নরপিশাচরা তাঁর প্রাণ কেড়ে নিয়েছে ঠিকই। কিন্তু তাঁর গড়া জন্মভূমি প্রতিষ্ঠানটি মাথা তুলে দাড়িয়ে আছে। নরপিশাচরা জানেনা সত্যকে বোমা মেরে প্রতিরোধ করা যায় না। কারণ শহিদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর আদর্শে অনুপ্রাণিত সত্যের সৈনিকরা আজো তাদের লেখনীর মাধ্যমে সত্যকে জাগ্রত রেখেছেন।

