
জন্মভূমি রিপোর্ট : স্মৃতি নিয়েই যাপিত জীবনের বসবাস। যা কখনো কাঁদায়, আবার কখনো হাসায়। খুলনার সাংবাদিক সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু আজ আমাদের মাঝে নেই কিন্তু সহকর্মীদের মনে তিনি রেখে গেছেন না ভোলা অনেক স্মৃতি। তাঁর সমবয়সীদের সাথে যেমন বন্ধুর মত আচরণ করতেন, তেমনই অনুজ সাংবাদিকদেরও প্রেরণা যোগাতে এতটুকু কার্পণ্য করতেন না। সংবাদের উৎস্য, পরিবেশ এবং সর্বশেষ পাঠকের কাছে জবাবদিহিতার হিসেবে নিজে যেমন সচেতন ছিলেন, তেমনই অন্যদেরও উদ্বুদ্ধ করতেন। বর্তমান সময়ে সাংবাদিকতার অঙ্গনে তাঁর মত সাহসী একজন অভিভাবকের অভাব বারবার অনুভূত হয়। তবে চিরন্তন সত্য এই যে, তিনি আমাদের মাঝে নেই ঠিকই কিন্তু কর্ম আর আদর্শের মাঝেই অমর হয়ে আছেন তিনি।