যশোর প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বৃহস্পতিবার ঢাকায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন।
শহিদুল ইসলাম মিলনের আত্মীয়-স্বজনরা বলেছেন,জেলা আওয়ামী লীগের সভাপতি কয়েকদিন আগে ঢাকায় যান। তিনি সেখানকার একটি বাসায় ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকার ফুলতলা এলাকায় গেলে সেখান থেকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
যশোর ডিবি পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকায় সেখানকার ডিবি পুলিশ কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।