
সিরাজুল ইসলাম, শ্যামনগর: উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধে থাকা ৫ভেন্ডের স্লুইসগেটে ফাঁটল দেখা দিয়েছে। এতে নদীর পানির প্রবল চাপে যে কোনো মুহূর্তে ফাঁটল আরও বড় হয়ে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এবিষয়ে বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সভাপতি জিএম দিদারুল আলম বলেন, ভামিয়া গ্রামের পানি নিষ্কাশনের জন্য একমাত্র স্থান ওই ৫ ভেন্ডের গেট এই গেটটি ভেঙে গেলে, বুড়িগোয়ালিনী ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়ন ১০আটুলিয়া ইউনিয়নে ও কৃষি ফসল, মৎস্য ঘের, গবাদিপশু, মুরগির ফামসহ কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৩০জুন) সকালে বেসরকারি সংস্থা সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস ক্ষতিগ্রস্ত স্লুইসগেট পরির্দশন করতে আসেন এবং ভামিয়া সিসিআরসি স্থানীয় সংগঠনের মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে প্রথমিক ভাবে সংস্কার কারার চেষ্টা করছেন।এবিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা বলেন, বহুদিন ধরেই স্লুইসগেট থেকে অস্বাভাবিক পানি নিঃসরণ লক্ষ্য করছেন। এবং ফাটল স্থানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বহু টাকা ব্যয় করা হলেও ঝুঁকিপুর্ণ স্লুইসগেটের ফাঁটল বন্ধ করা যাচ্ছে না।আর এই স্লুইসগেট মেরামত করা না গেলে আমাবস্যার ভরা কোটালে নদীর জুয়ারের প্রবল স্রোতের গতিতে এই গেট টি ভেঙে গেলে কয়েকটি এলাকা নদীর নোনা পানিতে তলিয়ে যাবে, এবং মৎস্যঘের, কাঁকড়া সপ্টসেল প্রজেক্টসহ কৃষি জমির ফসল ভেসে যাবে।চেয়ারম্যান আরো বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে, সম্ভাব্য দুর্যোগ এড়াতে এলাকাবাসীকে সর্তক থাকার আহ্বান স্থানীয় প্রশাসনের।শনিবার(২৮জুন) সকালে সরেজমিনে যেয়ে দেখা যায় স্লুইসগেটটির কয়েকটি স্থানে ভেঙে গিয়েছে।স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, স্লুইসগেটটি বহু বছর আগে নির্মিত হওয়ায় এর কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফাঁটলের খবর পেয়ে টেকনিক্যাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে জরুরিভাবে কাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন ওই গেটটি মেরামত করা হয়েছে কয়েকবার, তবে ওই স্লুইসগেটের নিচে মাটি না থাকায় বার, বার ফাটল সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত স্লুইসগেটটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে ওই স্লুইসগেটটি মৎস্য ডিপার্টমেন্ট এর গেট বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ওই কর্মকর্তা। ওই স্লুইসগেটটি অতিদ্রুত মেরামত করা না গেলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে স্থানীয়দের।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরাকে জানানো হয়েছে।