
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর : শ্যামনগর উপজেলার বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সামনে ঝুরঝুরিয়া খালের উপর নির্মিত সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশে নেই কোনো রেলিং। বেশির ভাগ পিলারের পলেস্তারা ওঠে গেছে। বেরিয়ে গেছে রড।
জোড়াতালি দিয়ে পার হচ্ছে হাজারো মানুষ ও যানবাহন। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ ব্রিজটির কারণে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে।
এই ব্রিজটি যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে। ব্রিজ পারাপারে প্রতিদিনই ঘটছে ছোট খাট দুর্ঘটনা ব্রিজটি সরিয়ে দ্রুত পদক্ষেপ না নিলে মৃত্যুকুপের ওই ব্রিজ পার হতে গিয়ে যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা এমন টাই আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা।
নওয়াবেঁকী বাজার ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, এই ব্রিজ ৪/৫ টি গ্রামের গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। ব্রিজের উত্তর পাড়ে আছে মসজিদ ও বিড়ালক্ষ্মী মহিলা দাখিল মাদ্রাসা। ব্রিজ টা দ্রুত সংস্কার করার দাবী জানাচ্ছি। সংস্কারের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের কোমলমতি শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ নিরুপায় হয়ে চলাফেরা করে।
মোঃ আব্দুর রহিম গাজী নামে আরেক ব্যক্তি বলেন, সেতুটি ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙে পড়ে এমন আশঙ্কা নিয়ে ঐ সেতুর ওপর দিয়ে ইস্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সাধারণ পথচারীদের নিয়মিত চলাচল করতে হয়। এই কারনে জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।