সিরাজুল ইসলাম, শ্যামনগর : শ্যামনগর উপজেলার গাবুরায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টায় গাবুরা ইউনিয়ন ছাত্রদল পক্ষ থেকে চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরিক্ষা ২০২৫—এ পরিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হতে পরিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন হোসাইন, জাহিদ হাসান, ইসমাইল হোসেন, আরিফ বিল্ল্যাহ, শেখ সুমন হোসেন সহ সকল শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের অনুষ্ঠিত ২০২৫ এসএসসি ও সমমানের পরিক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো। তোমরা পরিক্ষায় ভালো রেজাল্ট করে বাবা—মার স্বপ্ন পূরণ করবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যানের জন্য কাজ করবে।