
রাজনীতিতে জড়িত নই, হয়রানি বন্ধের অনুরোধ
জন্মভূমি রিপোর্ট : আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কোনভাবেই সম্পৃক্ততা নেই। তাই ষড়যন্ত্রকারী দুষ্টচক্রের হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সরকারি সকল নিয়ম-নীতি ও নির্দেশনা শতভাগ পালন করে বাকিটা জীবন কাটিয়ে দিতে চান তিনি। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে এভাবেই আকুতি প্রকাশ করেন তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শারাফাৎ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অতীতে আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার প্রিয় বিদ্যালয়টি সরকারি ঘোষণার হওয়ার পরপরই ওই রাজনৈতিক সংগঠন থেকে সকল সম্পর্ক ছিন্ন করে রাজনীতি থেকে সম্পুর্ণ অব্যাহতি নিয়েছি। এখন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। বাকিটা জীবন সরকারি নিয়ম-নীতি ও নির্দেশনা পালনের মধ্যদিয়ে কর্মজীবন অতিবাহিত করতে চাই। পত্রিকায় ঘোষণা দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি নেবার পরও একটি স্বার্থন্বেষী কুচক্রিমহল হীনস্বার্থ চরিতার্থে আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। এ অবস্থায় দুষ্টচক্রের হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করে সরকারি সকল নিয়ম-নীতি ও নির্দেশনা শতভাগ পালন করে বাকিটা জীবন কাটিয়ে দিতে চান তিনি।