
জন্মভূমি ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন অগ্নিকন্যা’খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি এখন সিনেমার থেকে সংসার ও রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দল।
জানা গেছে, গেল দুই সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৬টি ইউনিয়ন, ২টি পৌরসভার প্রতিটি স্থানে ছুটছেন তিনি। ভোটারদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন।
এ নিয়ে মাহি বলেন, ‘এখানে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছি। তাছাড়া প্রতি দুই ইউনিয়ন মিলে একটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ভালো-মন্দ জানার চেষ্টা করছি। তারাও আমাকে পেয়ে অনেক খুশি। এ যেন এক অন্য রকম ভালো লাগা, ভালোবাসায় নিজেকে নিয়োজিত করেছি।’
উল্লেখ্য, মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।