
ডেস্ক রিপোর্ট : খুলনায় নির্বাচনী জনসভায় জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, সারা দুনিয়ায় শিল্প এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে যাচ্ছি। খুলনায় ৫৪ বছরে শিল্প মুখ থুবড়ে পড়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে নতুন করে বন্ধ হয়ে যাওয়া শিল্প চালু করা হবে, যুবক ও নারীদের কর্মসংস্থান করা হবে। মামা খালু না দেখে ন্যায় ও সঠিক পন্থায় এই কর্মসংস্থান করা হবে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমরা কথা দিয়েছিলাম কারো বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করবো না, আমাদের উপর জুলুমের প্রতিশোধ নেবো না, আমরা কথা রেখেছি। তাই জামায়াত ইসলামীর সাথে থাকলে সকল ধর্মের মানুষদের সম্পদ ও জানমাল নিরাপদে থাকবে বলে জানান জামায়াতে আমীর।
তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ গড়ার যদি সুযোগ পাই তাহলে নারীদের ইজ্জত রক্ষা করব সম্মানের সাথে ঘরে বাইরে বসবাসের সুযোগ করে দিব। পাঁচ বছর পর একজন সংসদ সদস্যের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা জনগণের সম্পদের দিকে নজর দিবেন না। আপনারা সম্পদ লুট করে বেগম পাড়া ও সিঙ্গাপুর বানাবেন না।
বক্তব্য শেষে খুলনার ৬ আসবের ১১ দলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি।
হাজারো জামায়াত নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় সার্কিট হাউজ ময়দান। নেতাকর্মীরা দুপুর থেকেই মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে। এ সভায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, খুলনার ৬ টি আসনের ১১ দলের প্রার্থী সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনার নির্বাচনী জনসভা শেষ করে বাগেরহাটে জনসভার উদ্দেশ্যে রওনা দেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান।

