
বাগেরহাট অফিস : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার উন্নয়নের প্রতি কৃতজ্ঞতা জানাতে আগামী ১৩ নভেম্বর সার্কিট হাউজের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। শেখ হাসিনার আগমনের সংবাদে দক্ষিণাঞ্চলে গণজাগরণের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এই উন্নয়ন অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলকে শরীক হতে হবে। যারা এই উন্নয়ন অগ্রযাত্রায় বাধা দিবে তাদের কোন ক্ষমা হবে না। তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার কাছে আমরা ঋণি। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করে সেই ঋণ পরিশোধ করতে হবে। সভায় শেখ হেলাল নেতা-কর্মিদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা প্রতিক বিজয়ী করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। শুক্রবার বিকালে আগামী ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মানিত অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাড: আমিরুল আলম মিলন, এ্যাড: শাহ ই আলম বাচ্চু, এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ, সরদার সেলিম আহম্মেদ, খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, বাবু অম্বরীশ রায়, আ: বাকী তালুকদার, মাহামুদহাসান, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, শখ আক্তারুজ্জামান বাচ্চু, মোল্লা মতিন, আবু র হাশেম শিপন, মো: মনি মল্লিক, মীর জায়েসী আশরাফি জেমসসহ সকল জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় খুলনার আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভা সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্বান্ত গৃহিত হয়।